জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুর মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৩৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রংপুর মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি আমলে যে চালের মূল্য ছিল ২০ টাক সেই চাল আজ ৬০ টাকা। এই সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। তাদের লুটপাটে দেশ ও জাতি আজ মহা সংকটে। জ্বালানি তেল সহ নিত্য পন্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশ শ্রীলংকার পথে ধাবিত হবে। তাই দেশের স্বার্থে দ্রুত সরকারকে বিদায় দিতে হবে। প্রয়োজনে রাজপথে আরো রক্ত দিব তবুও হাসিনা সরকার কে আর ক্ষমতায় থাকতে দেয়া হবেনা। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার রংপুর মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষনা দেয়া হয়।
শুক্রবার সকাল ১১ টায় গ্র্যান্ড হোটেল মোড় থেকে মহনগর বিএনপি এবং বিকালে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যায়ের সমানে সমাবেশে মিলিত হয়। মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উননবী ডনের সঞ্চলনায় বক্তব্য রাখেন যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহনগর বিএনপির সদস্য আনছার, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধরণ সম্পাদক জাকারিয়া আলন জিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তি, সাখাওয়াত হোসেন সাহান, মামুনার রশিদ, মাহাবুবুর রহমান মাবু, আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা প্রমুখ।