জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় হত্যার প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৪০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জ্বালানি তেল, পরিবহনখাতের ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিক্ষোভ মিছিল শেষে শহরের রঘুনাথবাজার এলাকাস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেজ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল বলেন, জ্বালানি তেলের দাম ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বাড়ানো হয়েছে। আজকে দেশের যে অবস্থা আমরা খাদেও কিনারায় দাঁড়িয়ে আছি। দেশে আইনে শাসন নেই। নিত্যপ্রয়োজনীয় সবকিছুই ঊর্ধ্বগতির চাপে ক্রয়ক্ষমতার বাইরে। এ অবস্থায় আমাদের ঘরে বসে থাকার সুযোগ নাই। প্রতিবাদ করতে হবে, রাজপথে নামতে হবে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেজ আলী মামুন বলেন, দেশ পরিচালনায় সরকার ব্যর্থ, সাধারণ মানুষের কথা চিন্তা না করে ক্ষমতার লোভে মানুষকে নির্যাতন করে টিকে আছে। অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে নির্বাচন কালিন সরকার প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বলেন, ঢাকা শহর এখন বিএনপির দখলে। শেরপুরসহ সারাদেশ বিএনপির নেতাকর্মীরা দখলে নিবে। কারণ বর্তমান সরকারের জুলুম অত্যাচার ও জ্বালানি তেল, সারসহ দ্রবমুল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন অতিষ্ঠ। জনগণ এখন আর এ সরকারকে এক মুহুর্তেও ক্ষমতায় দেখতে চায় না। এজন্য জনগণ বিএনপির পক্ষে মাঠে নেমেছে।
এর আগে জেলার পাঁচ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল করে রঘুনাথবাজার এলাকায় জড়ো হন। পরে মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ হাজার নেতা-কর্মী অংশ নেন।