দৌলতপুরে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৬ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৪৭ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র, তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে উপজেলা বিএনপি।
আজ শুক্রবার ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, দৌলতপুর উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাজি আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী বিল্লাল হোসেন, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী আসাদুজ্জামান রুমন, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম জনি, ছাত্রদল নেতা সানাউল হক সাগর মোল্লা, স্বাধীন আহাম্মেদ, বিপ্লব, সুজন, ফারুখ হোসেন প্রমূখ।