নিত্যপ্রয়োজনীয়পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:০৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জ্বালানী তেলের দাম বৃদ্ধি, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এলিজা জামান, এম ডি লিয়াকত আলী শেখ বাদশা, আব্দুস ছালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আজকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ প্রতিটি জিনিসের দাম হু হু করে বাড়ছে সরকার কোন ব্যবস্থা নেয় না। কারণ সরকার বুঝতে পেরেছে এই সরকার আর বেশি দিন নাই। চলে যাওয়ার আগে যা খাওয়ার লুটেপুটে খেয়ে যাওয়ার চেষ্টা করছেন। যানবাহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিচারহীনতার কারণে আজকে দেশের মানুষের জীবন শংকিত।
জ্বালানী তেলের দাম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অসহনীয় মাত্রায় বৃদ্ধি করায় জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাই এই সরকারকে আর কোন ভাবেই সুযোগ দেওয়া যাবে না।
সরকার এতদিন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে কথা কলে আজকে বিদ্যুতের চরম বিপর্যয়। সরকার বলেছে দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ লোডশেডিং হবে। এখন সারা দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকে কিনা এটাই বাংলাদেশের মানুষের প্রশ্ন? বক্তারা এ সময় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সরকার পতন আন্দোলনে বিএনপি নেতাকমীদের এক সাথে রাজপথে প্রস্তত থাকার আহ্বান জানান।