বিএনপির বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের শোডাউন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৩ পিএম, ১১ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:০৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং ও সকল পণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নয়া পল্টনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে শোডাউন করে সমাবেশস্থলে অংশগ্রহণ করেছে।
আজ বৃহস্পতিবার দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে সমাবেশকে সফল করতে সকল থেকেই নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন সকল উপজেলা ও পৌর এবং ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নটরডেম কলেজের আশপাশের এলাকায় এসে জড়ো হতে থাকে। পরে দুপুর দেড়টার দিকে যুবদলের নেতা-কর্মীদের বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা যুবদল।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, সাবেক যুগ্ম সম্পাদক ইসমাইল খান, রাসেল রানা, শাহিন আহমেদ, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, সহ- সভাপতি মোজাম্মেল হক, ফতুল্লা থানা যুবদলের সদস্য মো. পারভেজসহ যুবদলের নেতৃবৃন্দ।