ডা. জান্নাতুলের হত্যাকারীদের শাস্তি দাবি ড্যাবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৫ পিএম, ১১ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:০১ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ডা. জান্নাতুল নাঈম সিদ্দিকের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ড্যাবের দফতর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন-আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এই দাবি জানান। রাজধানীর একটি আবাসিক হোটেলে দুর্বৃত্তের হাতে ডা. জান্নাতুল নাঈম সিদ্দিক নামের ওই নারী চিকিৎসক হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তারা।
বিবৃতিতে ড্যাব নেতৃদ্বয় বলেন, ক্রমাগতভাবে এ দেশে চিকিৎসকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। ইতঃপূর্বেও ছিনতাইকারীদের হাতে একজন দন্ত চিকিৎসক নিহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন চিকিৎসক নিগৃহীত হয়েছেন।
তারা বলেন, কর্মক্ষেত্রেও চিকিৎসকগণ নিরাপদ নয়। প্রতিদিন কোনো না কোনো হাসপাতালে চিকিৎসককে নাজেহাল করা হচ্ছে। অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একেবারেই উদাসীন। এমনকি বিএমএ এ ব্যাপারে নিশ্চুপ থেকে সরকারের লেজুুড়বৃত্তি করছে, যা খুবই দুঃখজনক।
ড্যাব নেতৃদ্বয় বলেন, দেশে আইনের শাসন আজ চরমভাবে উপেক্ষিত বিধায় সর্বক্ষেত্রে এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে। ভোটারবিহীন সরকারের জবাবদিহিতা না থাকাই এর অন্যতম কারণ।
তারা চিকিৎসকসহ জনমানুষের জান-মালের নিরাপত্তা বিধানের আহ্বান জানান।