শায়েস্তাগঞ্জ পৌর যুবদল প্রয়াত নেতার ছাবু মিয়ার পরিবারের পাশে জেলা যুবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৩ এএম, ১১ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৩৩ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সহ-সভাপতি প্রয়াত মোঃ ছাবু মিয়ার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে যুবদল।
গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি ও শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাউন্সিলর ফাহিন হোসেন এর পরিচালনায় " শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপনের পক্ষ হতে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম ছাবু মিয়ার স্ত্রীর হাতে ব্যাটারি চালিত অটোরিকশা তুলে দেন হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক সাইদুর রহমান শামিম, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান আহমেদ পারভেজ, ঈমান উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ বাবুল আহমেদ, পৌর যুবদলের সদস্য আব্দুস সালাম, খোকন চৌধুরী, আলী আকবর শিপন, হাবিবুর রহমান কয়েস, আমিনুল ইসলাম ফয়সল, পারভেজ আহমেদ রাজ প্রমূখ।
উল্লেখ্য, সম্প্রতি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সহ-সভাপতি পৌর এলাকার পশ্চিম লেন্জাপাড়া গ্রামের মোঃ ছাবু মিয়া। এছাড়া ৮নং ওয়ার্ড যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আইয়ুব আলীর পরিবারকেও প্রভাষক কামরুল হাসান রিপনের পক্ষ হতে আর্থিক সহায়তা করা হয়। এসময় জেলা, পৌর ও উপজেলা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।