ফেনী থানার ওসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে জেলা যুবদল সভাপতি'র স্ত্রীর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ পিএম, ১০ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে মর্মে অভিযোগ করে তার স্ত্রী লুৎফুন নাহার ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ২ জন এসআই, ১ জন ডিএসবি কর্মকর্তা ও দুই সাক্ষীর বিরুদ্ধে একটি অভিযোগ জমা দিয়েছেন।
আজ বুধবার (১০ আগস্ট) দুপুরে ফেনী সদর আমলী আদালত-১ এর জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আশেকুর রহমানের নিকট দায়ের করা অভিযোগে তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেছেন।
আদালতের বেঞ্চ সহকারী শাহ নুর আলম ফেনী সমাচারকে জানান, অভিযোগটি শুনানির অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত: ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম (৪৮) ফেনী মডেল থানা পুলিশ গত ২২ জুলাই ঢাকার পল্টনের বিজয়নগর এলাকা হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে তার ফেনী শহরস্থ রামপুরের বাসা হতে শুক্রবার রাত ১ ঘটিকার সময় ফেনী মডেল থানা পুলিশ, পুরাতন খবরের কাগজ দ্বারা মোড়ানো একটি কালো রংয়ের ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি এবং ২ টি লম্বা লোহার ছোরা উদ্ধার করে বলে জানান পুলিশ। পরবর্তীতে ফেনী মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করে, যার মামলা নাম্বার ৫৩, তারিখ-২২/৭/২২, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯-এ।
তবে এই অভিযোগটি শুরু থেকে অস্বীকার করে জাকির হোসেন জসিমের পরিবার। তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে পরিবার ও দল।