নুরে আলম ও আবদূর রহিমের রক্তে ভেজা রাজপথ থেকেই হাসিনার পতন হবে : হাসান জসিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৩ এএম, ১০ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫০ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম বলেছেন, শহীদ নুরে আলম ও আবদূর রহিমের রক্তে রঞ্জিত রাজপথ থেকে অবৈধ সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। সারাদেশের রাজপথ এখন বিএনপি ও সাধারণ মানুষের দখলে। সারাদেশে নজীরবিহীন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে জনগণের যৌক্তিক আন্দোলনে গুলি করে মানুষ হত্যার মধ্যে দিয়ে অবৈধ সরকার তার দৈউলিয়াত্ব প্রমান করেছে। তাই জনগণ এই ফ্যাসিবাদী সরকারকে ঠেনে হেঁচেরে বিদায় করতে চায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলার সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে গতকাল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের উদ্যোগে অনুষ্টিত বিক্ষোভ মিছিল উত্তোর সমাবেশে তিনি একথা বলেন।
এসময় অন্যান্য বক্তারা বলেন, নব্বইয়ে শহীদ নুর হোসেনের রক্তের শপথ নিয়ে স্বৈরচার এরশাদ শাহীর পতন ঘটানো হয়েছিল। আজ শহীদ নুরে আলম ও রহিমের রক্তে ভেঁজা সেই রাজপথে দাড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করার অঙ্গীকার সহ মাঠ দখলে নিয়েছে দেশের সর্বস্থরের মানুষ ।
নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মিছিল সহকারে প্রদক্ষিণ করে নাসিমন ভবন দলীয় কার্যালয় সম্মুখ মাঠে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ইউসুপ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকাবল হোসনে, মো. আলা উদ্দীন, বেলাল উদ্দীন বেলাল, আমান উল্লা আমান, যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জাহেদ আলী, সহ সম্পাদক আবুল মনছুর, ফখরুল হাসান, আবদুল কাদের, সম্পাদক মন্ডলীর সদস্য ইউসুফ কামাল, শাকিল চৌধুরী, ফয়েজ তারেক, আব্দুল হান্নান, আব্দুর রশিদ, সেকান্দর হোসেন, ফজলুল করিম, মোর্শেদ হাজারী, আব্দুল আজিজ, শাহরিয়ার সজিব, লোকমান হোসেন, মঈনুল্লা উজ্জ্বল, মনোয়ার হোসেন শাওন, বাবলু মিয়া, জি এম সাইফুল, কামাল উদ্দীন, রহিম উদ্দীন ওয়াসিম, শাহাজাহান শাহিল, মো. সাজ্জাদ হোসেন, জুয়েল খান, আশিক উল্লাহ, মো: একরাম, নাজিম উদ্দীন মাইকেল, হারুনুর রশিদ, গাজী জসিম উদ্দীন, ইব্রাহিম বিজয়, খালেদ চৌধুরী রাসেল, এম এম মামুন, এম নাজিম উদ্দীন খান প্রমুখ।