কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে নরসিংদী জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ পিএম, ৯ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৪৮ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং, পরিবহন সংকট এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় আগামী ১১ ও ১২ই আগস্ট দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরই অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপির প্রস্তুতি সভা করেছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, অ্যাড.আবদুল বাছেত, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, ইলিয়াস আলী ভূঁইয়া, জাহিদুল ইসলাম জাহিদ, সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় প্রস্তুতি সভায় নেতাকর্মীরা বলেন, সকলের ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পতনের আন্দোলন করতে হবে। তাই বিএনপির আগামী আন্দোলন গুলোতে সবার উপস্থিত থেকে এই আন্দোলনে অংশ গ্রহন করতে হবে।