জ্বালানি তেলের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধির প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২১ পিএম, ৯ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৫৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জ্বালানি তেলের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধির প্রতিবাদে ও ভোলাতে ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের ট্রাংকরোড প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে খেজুর চত্বর হয়ে শহীদ শহিদুল্লা সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির বিএনপির কাযর্লয়ের সামনে গিয়ে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সহ সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য জেলা যুবদলের সিনিয়র সদস্য ও সদর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতিকুর রহমান মামুন,জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান,পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু,সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক তুহিনুর রহমান, ত্রান বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম টিপু, শিল্প সম্পাদক মুন্সি এনামুল হক কামরুল, সহ প্রচার সম্পাদক টুটুল চন্দ্র নাথ, সহ সম্পাদক আনিম, সহ সম্পাদক বিপ্লবী আবুল কালাম, সদস্য আব্দুল মতিন, শামিম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, ইস্রাফিল মাসুদ, সদস্য গোলাম সরোয়ার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরনবী ডালিম, সাইদুল ইসলাম, সদস্য মাইন উদ্দিন মায়া, সোহারাব হোসেন অপু, শামিম মজুমদার, কাউসার উদ্দিন, এয়াসিন, জনি, মুন্না, শাহ নেওয়াজ, মাসুম, সদর উপজেলা নেতা সাইদুর রহমান মিলন, মোঃসোহেল, কামরুল, হানিফ, ফয়সাল, হারুন, আনোয়ার হোসেন, আপন, রিয়াজ, আবদুল্লা আল মামুন, আকরাম হোসেন, মোঃ আরমান, মোঃ রিপন মানিক, সোহাগ, নজরুল ইসলাম, সোহেল, শাহাজাহান মুন্সি, কামরুল ইসলাম, দাউদুল ইসলাম, ইমাম হোসেন ইমন, নজরুল, ইকবাল হোসেন বাবলু সহ সদর ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।