জবি ছাত্রদল পূর্নাঙ্গ কমিটি গঠনে সদস্য সংগ্রহ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৯ পিএম, ৯ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৪৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্দোলন সংগ্রামে নিজেদের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর তোড়জোড় চলছে। দলটির বিভিন্ন ইউনিটে কমিটি ঘোষণা করার মাধ্যমে অনেকটাই চাঙা হচ্ছে। এরই মধ্যে গত ৩১ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সুপার ইউনিটখ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আসাদুজ্জামান আসলামকে সভাপতি এবং সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জবি শাখা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটির লক্ষ্যে সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু করেছে জবি ছাত্রদল।
গতকাল সোমবার সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নির্দেশনায় দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম পরাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জবি ছাত্রদলের পদ-প্রত্যাশীদের ফরম সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। ফরম পূরণে প্রয়োজনীয় কাগজপত্রসহ জবি ছাত্রদলের দপ্তর সম্পাদক বরাবর আগামী ১১ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রওনাকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি রাশেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুজন মোল্লা। আসাদুজ্জামান বলেন, 'ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যে সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু করেছি।