মেগা প্রজেক্ট থেকে শুরু করে গ্রামগঞ্জেও আওয়ামী লীগের হরিলুট চলছে : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪১ পিএম, ৯ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:০৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দেশের মেগা প্রজেক্ট থেকে শুরু করে গ্রামগঞ্জেও আওয়ামীলীগের হরিলুট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, আওয়ামী সরকারের ব্যর্থতায় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। লুটপাট, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে কারণে দেশের অর্থনীতি এখন লন্ডভন্ড হয়ে পড়েছে। মেগা প্রজেক্ট থেকে শুরু করে গ্রামগঞ্জে আওয়ামীলীগের হরিলুট চলছে। এতে মানুষ অসহায় ও বিপর্যস্ত হয়ে পড়েছে।
এই অবস্থায় গ্রামের গরীব মানুষকে ঘর দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আওয়ামীলীগের লোকজন গরীব ও অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় হালুয়াঘাট পৌরশহরে নবগঠিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনপ্রত্যাশা অনুযায়ী সরকার পতন আন্দোলন সফল করতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠন গুলোকে শক্তিশালী করতে কাজ করছে বিএনপি। অচিরেই সরকার পতন আন্দোলনের দ্বারপ্রান্তে দেশ। তাই ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।
এ সময় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ও এড. ওয়ারেস আলী মামুন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবুল বাশার আকন্দ, শাহ নুরুল কবির শাহীন, আহমেদ তাইয়্যেবুর রহমান হিরন, ইয়াসির খান চৌধুরী, এড.নুরুল হক, আলহাজ্ব মফিজ উদ্দিন প্রমূখ।
সভায় জেলা বিএনপির সদস্য ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় শরীফুল আলম সকলকে ঐকবদ্ধ ভাবে সাংগঠনিক পুনর্গঠন কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, গণমানুষের দল হিসেবে বিএনপিকে আন্দোলনে সফল হতে হবে। এই ব্যার্থ সরকারের পতন হলেই জনগণ ও বিএনপির মুক্তি নিশ্চিত হবে।
এ সময় এড.ওয়ারেস আলী মামুন বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল নিয়ে যে তুঘলকি কান্ড ঘটছে তার জন্য আওয়ামী লীগ দায়ী। দেশের এই চরম ক্রান্তিলগ্নে বিএনপি চুপ করে বসে থাকতে পারে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনদুর্ভোগ সৃস্টিকারী সরকারের পতনের লক্ষ্যে সকলকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
এদিকে সভায় অতি দ্রুত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অধিনস্ত উপজেলা ও পৌর ইউনিট পুনর্গঠন প্রক্রিয়া শুরু করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ লক্ষ্যে ইউনিট ভিত্তিক টিম গঠন করে প্রতিটি ইউনিটে কর্মীসভা করে আহ্বায়ক কমিটির মাধ্যমে তৃণমূল তথা ওয়ার্ড থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা সিদ্ধান্ত গৃহিত হয় বলেও নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রসঙ্গত, স্থানীয় একটি কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে উত্তর জেলা বিএনপির সাধারণ সভা শুরু হয়ে চলে বিকেল ৪টা পযর্ন্ত।