ফেনীতে জাতীয় পরিচয় পত্র সংশোধনের টাকা নিয়ে যুবলীগ ও তাঁতিলীগ নেতার সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৫ পিএম, ৮ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১০:১৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফেনীর সোনাগাজীতে জাতীয় পরিচয় পত্র সংশোধনের টাকা নিয়ে যুবলীগ কর্মী মহিন উদ্দিনের ওপর জেলা তাঁতিলীগ নেতা শাহাজাহান সাজুর নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া যায়। এ ব্যপারে জেলা তাঁতিলীগের সদস্য, সোনাগাজী পৌর এলাকার বাখরিয়া গ্রামের বাসিন্দা শাহাজাহান সাজুকে প্রধান অসামি করে যুবলীগ কর্মী মহিন উদ্দিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে হামলা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে।
গত রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে মোশারফ ফিলিং স্টেশন সংলগ্ন টিন শেড মার্কেটের গলিতে এ ঘটনা ঘটে।
মহিন উদ্দিন বলেন, তিনি নির্বাচন অফিসে টুকটাক জাতীয় পরিচয় পত্র সংশোধনীর কাজ করেন। সেখানে কাজের ভাগ চান তাঁতি লীগ নেতা শাহাজাহান সাজু। তাকে ভাগ না দেয়ায় পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাত ৪জন লোক এনে তাকে ডেকে নিয়ে উক্ত মার্কেটের গলিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তিনি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরো বলেন, বিভিন্ন রকম অপশক্তির ইশারায় পরিকল্পিতভাবে আমার ওপর হামলা হয়েছে। জাতীয় পরিচয় পত্র সংশোধন নিয়ে তাদের আনীত অভিযোগ সত্য নয়। এ হামলার পেছনে নানা রকম শত্রু ইন্ধন যুগিয়েছে।
হামলার বিষয়ে জানতে চাইলে শাহাজাহান সাজু হামলার বিষয়ে অস্বীকার করে বলেন, মহিন উদ্দিন উপজেলা নির্বাচন অফিসের একজন চিহ্নিত দালাল। অফিসের নিচে ঘুর ঘুর করে নিজেকে অফিসের কর্মকর্তা পরিচয় দেন। পাঁচ মাস পূর্বে তার চাচা শ্বশুরের নূরেরজামানের স্থলে নুর জামান সংশোধনীর প্রমাণ হিসেবে সার্টিফিকেট না থাকায় আবেদন বাতিল করে দেন নির্বাচন অফিসের লোকজন। নীচে নামার পর মহিন উদ্দিন তার কাছ থেকে সংশোধন করে দেবে বলে ৫হাজার টাকা গ্রহণ করে। অনেক ঘুরাঘুরির পর প্রায় দেড় মাস পূর্বে তার টাকা ফেরৎ দেন।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে ওয়ার্ড ছাত্রলীগের এক নেতার সাথে তর্কাতর্কি করছেন মহিন উদ্দিন। বিষয়টি তিনি দেখতে পেয়ে এগিয়ে গিয়ে মহিন উদ্দিনকে জিজ্ঞাসা করেন আপনি আমার চাচা শ্বশুরের কাজটিও করতে পারলেননা আবার এই নেতার কাজটি নিয়েও ঘুরাঘুরি করছেন কেন? একপর্যায়ে মহিনের সাথেও তিনি এবং ছাত্রলীগ নেতার তর্কাতর্কি হয়। পরে ছাত্রলীগ নেতারও টাকা ফেরৎ দিয়েছে মহিন উদ্দিন।