ঢাবি'র সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ পিএম, ৮ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৩৬ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রদলের ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার (০৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক আকতার হোসেন ও সদস্য সচিব আমানউল্লাহ আমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করে।
সভাপতি : মোঃ নাছির উদ্দিন শাওন, সিনিয়র সহসভাপতি : হাসান আবিদুর রেজা বায়েজিদ, সহ-সভাপতি : কাউসার হোসেন, সহ-সভাপতি : সুলতান মোঃ সালাউদ্দিন সিদ্দিক, সহ-সভাপতি : মোহাম্মদ আলী সাঈদ।
সাধারণ সম্পাদক : মোঃ রাজু আহামেদ সিনিয়র যুগ্মসম্পাদক : মোঃ আল আমীন, যুগ্ম সম্পাদক : জুবায়ের আহমেদ, যুগ্ম সম্পাদক : মোহাম্মদ তারেক, যুগ্ম সম্পাদক : মোঃ আবু ফাতাহ্।
সাংগঠনিক সম্পাদক : মোঃ ইমন মিয়া, দপ্তর সম্পাদক : রেদোয়ান মাহাদী জয় (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা), প্রচার সম্পাদক : সৈয়দ ইয়ানাথ ইসলাম, সমাজ সেবা সম্পাদক : এনামুল ইসলাম ইয়াসিন, ক্রীড়া সম্পাদক : সাকিব হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : মুস্তাফিজুর রহমান জাবেদ, সদস্য : মুন্সি সোহাগ।