অধ্যাপক ডাক্তার সাঈদ আকতার খান এর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৮ পিএম, ৮ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০১:৪৩ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল ভাই এর বড় ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারী বিভাগের সাবেক অধ্যাপক ডাক্তার সাঈদ আখতার খান আপেল আজ সকালে মোহাম্মদপুর নিজ বাসায় ৬২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।
মৃত্যু কালে স্ত্রী ডাক্তার রুবিনা আক্তার দুই ছেলে ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
অধ্যাপক ডাক্তার সাঈদ আকতার খান আপেল-এর মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “অধ্যাপক ডাক্তার সাঈদ আকতার খান আপেল এর মৃত্যুতে আমি তার শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সাথে শোকাহত পরিবারবর্গকে এই মৃত্যুশোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”