মাহবুব আলী খাঁন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতকানিয়ায় খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ এএম, ৮ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০২:৫৫ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুযোগ্য সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমান এর পিতা সাবেক মন্ত্রী ও নৌ-বাহিনীর প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খাঁন এর ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতকানিয়া উপজেলা, পৌরসভা-উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল রবিবার ৭ আগষ্ট ২২ইং বিকাল তিনটায় সাতকানিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার এর সভাপতিত্বে সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপির এই জাতীয় নেতা প্রয়াত রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খাঁন ছিলেন একজন দেশপ্রেমিক ও কিংবদন্তি রাজনীতিবীদ, দেশের অবকাঠামো উন্নয়নে উনার অসংখ্য অবদান রয়েছে, দেশের সর্বসাধারণ উনাকে আজীবন শ্রদ্ধার সাথে স্বরণ করবে।
তিনি আরো বলেন, এই অবৈধ স্বৈরাচারী জালিম সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে আগামীতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই ফ্যাসিবাদী মিডনাইট সরকার পতন না হওয়া পর্যন্ত এক দফা আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম মেম্বার, আবদুল মোমেন চৌধুরী, নূরুল ইসলাম, সাতকানিয়া পৌর বিএনপির সদস্য সচিব আবদুর রহিম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি নেতা এস এম নূরুল হক, সাতকানিয়া উপজেলা বিএনপি'র সদস্য আবুল কালাম, মোহাম্মদ মোরশেদ, ছদাহা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ শাজাহান, চরতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, আমিলাইষ ইউনিয়ন বিএনপি নেতা মাহাবুবুর রহমান সওদাগর, সাইফুল হক (সাবেক মেম্বার), সদর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ জোবাইর, মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক যুবদলের ডাঃ মঈনুল হক, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ নেজাম উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, জিয়াউর রহমান, কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান জিয়া, সাকিল, সামী, সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, মিনহাজ উদ্দীন সহ প্রমূখ।