জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যেবৃদ্ধি প্রতিবাদে মৌন মিছিলে অংশ নেন বিএনপি নেতা ডা. শাহাদাত
এই সরকার জনগণের হাতে মোমবাতি ধরিয়ে দিয়েছে : ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫০ পিএম, ৭ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৮:১৩ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার জনগণের হাতে মোমবাতি ধরিয়ে দিয়েছে। রাতারাতি জ্বালানি তেলের বৃদ্ধির কারণে এটার ভয়ঙ্কর প্রভাব পড়বে সারা দেশের অর্থনীতির ওপরে। আজ থেকে সাধারণ জনগণের উপর প্রভাব পড়তে শুরু করেছে। আমরা প্রথমে বলেছিলাম এই সরকার জনগনের হাতে হারিকেন ধরিয়ে দিবে। কিন্তু জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে আর হারিকেন জ্বালানো সম্ভব নয়। এখন মোমবাতি জ্বালানো ছাড়া আর কোনো গতি নেই। জ্বালানি তেলের অস্বাভাবিক বৃদ্ধিতে রাস্তায় যানবাহন কমে গেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ভাড়া বৃদ্ধি পেয়েছে। সাধারণ জনগণের ভোগান্তির সীমা নেই। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে হু হু করে চাল, ডাল তেলের দাম আবার দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি পাচ্ছে। এই সরকার গরিব মারার সরকার। গতকাল বৃদ্ধি করেছে জ্বালানি তেলের মূল্য। আজ আবার বাড়িয়েছে ভোজ্যতেল মূল্য। মাঝখান থেকে আমাদের সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তারাই বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আজ রবিবার সন্ধ্যায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে মোমবাতি মৌন মিছিল অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা.শাহাদাত হোসেন আরো বলেন, সারাদেশে তীব্র লোডশেডিং ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি জনগণের দাবি আদায়ের রাজপথে নেমে এসেছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দাবি আদায়ের রাজপথে নামতে হবে।
মোমবাতি মিছিল বিক্ষোভ সমাবেশ ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, নগর বিএনপি নেতা অধ্যক্ষ খোরশেদ আলম, ইসমাইল বাবুল, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, নগর যুবদল নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, আসাদুর রহমান টিপু, কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা ইসমাইল হোসেন লেদু, মোস্তাকিম মাহমুদ, মোঃ মুসা, সাদ্দামুল হক, মোহাম্মদ সাব্বির ইসলাম ফারুক, রিদওয়ানুল হক রিদু, মোহাম্মদ রায়হান,মোহাম্মদ জাহিদ প্রমুখ নেতৃবৃন্দ।