আওয়ামী লীগ জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে দেশকে ঝুকিপূর্ণতে পরিণত করেছে : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১১ পিএম, ৭ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ১০:৪২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আজ রবিবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে সারাদেশে নজিরবিহীন লোডশেডিং এবং সবধরনের জ্বালানী তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ ভোলায় বিএনপি নেতাকর্মীদের পুলিশি হত্যার প্রতিবাদে কক্সবাজার জেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, এই সরকার রিজার্ভ ফান্ড নষ্ট করেছে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এজন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ জ্বালানী তেল, গ্যাসের লাগামহীন দাম বাড়িয়ে দেশের মানুষের উপর জুলুম করে এই সরকার সিন্ডিকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নিতে চায়। এই দেশ এখন বিশ্বের সবচেয়ে ঝুকিপূর্ণ দেশ। উন্নয়নের নামে এই সরকার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। এখনই সময় দেশের মানুষকে নিয়ে রাস্তায় নামতে হবে, এই সরকারকে বিদায় করতে হবে।
এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, কৃষকদল বিএনপির একটা গুরুত্বপূর্ণ সংগঠন। এজন্য সবাইকে সাথে থেকে জোরদার আন্দোলন করে এই স্বৈরাচারি সরকারকে বিতারিত করতে হবে।
কক্সবাজার জেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফ উদ্দিন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
এছাড়া উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা কৃষকদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রুমন, কক্সবাজার পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাশেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান, কক্সবাজার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক এনাম, কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম রাশেদুল করিম রাশেদ, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাখাওয়াত ওসমান, কক্সবাজার সদর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুবক্কর ছিদ্দিক।
এছাড়া উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।-প্রেসবিজ্ঞপ্তি