ভোলায় হত্যাকান্ডের মধ্য দিয়ে আ'লীগের বিদায় ঘণ্টা বেঁজে গেছে : কাইয়ুম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৯ এএম, ৭ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৩০ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাঙ্গালী জাতি বীরের জাতি, এই জাতিকে অতিতেও কখনো দাবিয়ে রাখা যায়নি, ভবিষ্যতেও যাবেনা। ভোলায় জনতার দাবী আদায়ে রাস্তায় নামার পর শহীদ আব্দুর রহিম ও শহীদ নুরে আলমকে যেভাবে দিনদুপরে প্রকাশ্যে হত্যা করা হলো তা পাকিস্তানি বর্বরতাকেও হার মানিয়েছে।
তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে যখন এদেশের সর্বস্থরের জনগন প্রতিরোধ গড়ে তুলেছিল তখন পাকিস্তানী হায়েনারাও ঠিকে থাকতে পারেনি। শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরী দেশনায়ক তারেক রহমান যখন নিরবিচ্ছিন্ন আন্দোলনের ডাক দেবেন তখন বাকশালী শেখ হাসিনাও টিকে থাকতে পারবেনা। ভোলায় হত্যাকান্ডের মধ্য দিয়েই এই সরকারের বিদায় ঘণ্টা বেঁজে গেছে। অচিরেই তারা দেশ ছেড়ে পালাবে ইনশাআল্লাহ।
আজ রবিবার (০৭ আগস্ট) বাদ জোহর হযরত শাহজালার (র.) এর দরগাহ প্রাঙ্গনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুর রহিম ও শহীদ নুরে আলমের মাগফেরাত কামনায় সিলেট জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ভোলার নরকীয় হত্যাকান্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার দিন ফুড়িয়ে এসেছে। অচিরেই দেশের মানুষ তাদেরকে ক্ষমতার মসদন থেকে বিতাড়িত করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠিত করবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, কোহিনুর আহমদ, এডভোকেট সাঈদ আহমদ, আল মামুন খান, রফিকুল ইসলাম শাহপরান,আব্দুর রহমান, এডভোকেট আল আসলাম মোমিন, কামরুজ্জামান দিপু, এডভোকেট মোস্তাক আহমদ, জালাল উদ্দিন খান, আজিজ হোসেন আজিজ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আল মামুন, মাশরুর রাসেল, সোহেল রানা, শাহিন আলম জয়, রায়হান আহমদ খান, রায়হানুল হক, আজমল হোসেন অপু, আবুল কাশেম প্রমুখ।