জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫১ এএম, ৭ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৫৭ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
সারাদেশে জ্বালানী তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আশুলিয়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ রবিবার (০৭ আগস্ট) ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের সভাপতিত্বে ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জহিরুল ইসলাম জহির, সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডঃ জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হানিফ রানা, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার হোসেন, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাতবর, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইউসুফ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, সৈয়দ আরিফ, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, ধামরাই পৌর যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান সহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।