সিরাজগঞ্জে মাহবুব আলী খানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪০ পিএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৬:০৪ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সাবেক নৌ-বাহিনীর প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর, ডা. জুবায়েদা রহমানের পিতা রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এবং পুলিশের গুলিতে নিহত ভোলা জেলার স্বেচ্চাসেবক দল আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুর আলমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে জেলা বিএনপির বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাদ মাগরিব ইবি রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুর রহমান দুলাল ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান। দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, মতিউর রহমান আকন্দ, খ.ম রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া টুটুল, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য সেলিম আহমেদ, শহর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল জোয়ার্দার, বিএনপি নেতা রেজাউল করিম রোকনী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হাসান চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব আলমাস আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফারুক হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুকন সেখ, যুবদল নেতা আসলাম উদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন জীবন, ছাত্রদল নেতা জিসান সরদার সহ বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।