জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮ পিএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১২:৫৯ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।
আজ শনিবার বিকালে গ্র্যান্ড হোটেল মোড় থেকে মহনগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের নেতৃত্বে একটি বিরাট মিছিল নগরীর প্রধান সড়কের শাপলা চত্বর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় মিছিল থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার জন্য পদত্যাগ দাবী করে শ্লোগান দেয়া হয়।