ভোলায় নিহত নেতাদের মাগফিরাত কামনায় ময়মনসিংহে বিএনপির দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৪ পিএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৫৫ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি কতৃক আজ শনিবার বিকেলে তারাকান্দা উপজেলার উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও সেচ্ছাসেবকদলের নেতা আব্দুর রহিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা আহবায়ক কমিটির সদস্য এড, নুরুল হক, আব্দুস সালাম, ছিদ্দিকুর রহমান, কবির মাহবুবুল আলম সরকার হারুন, এ্যাড শাজাহান কবির শাজু, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি (ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার ভূইয়া প্রমূখ।
দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা মাহবুবুর রহমান।