গাবতলীতে মাহবুব আলী খানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফ্রী মেডিক্যাল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৫:১২ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বগুড়ার গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প কর্মসূচীর উদ্বোধন করেন গাবতলী উপজেলা ছাত্রদল সভাপতি এম আর হাসান পলাশ।
আজ শনিবার (০৬ আগস্ট) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান সাগর।
আরও উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউর রহমান সোহেল, সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশীদ, বিএনপি নেতা মোঃ আব্দুস ছামাদ আজাদ বিশু, মোঃ মোতাল্লেব হোসেন মতো, মোঃ রাজা মন্ডল, মোঃ মমিনুল হক দিপু, মোঃ মোফাজ্জল হোসেন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ ঠান্ডু, সোনারায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম সাবদুল, রামেশ্বরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ইউপি সদস্য মোঃ স্বপন মন্ডল, নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ তৌহিদ সরকার সাদ্দাম, উপজেলা ছাত্রদলের
সহ সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, মোঃ রেজা আহম্মেদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মমিনুল হক শাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তা, কাগইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন মাসুম, সোনারায় ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ দুলাল মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ মাহমুদুল হাসান রকি, কাগইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রিপন মিয়া, সুখানপুকুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, নাড়ুয়ামালা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোঃ স্বপন ইসলাম, রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাসেদুল ইসলাম রাসেদ, সোনারায় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাব্বির, দক্ষিণ পাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শুভ, নাড়ুয়ামালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আব্দুল খালেক, রামেশ্বরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মেহেদী হাসান।
দিনব্যাপী উক্ত ক্যাম্পে ৩০০ জন মানুষকে বিনামূল্য ডায়বেটিস পরিক্ষা করানো হয় এবং ২৫০ জন মানুষকে রক্তের গুরুপ পরিক্ষা করানো হয়।