দৌলতপুরে মাহবুব আলী খানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৭:০০ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান, বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে দোয়া মাহফিল ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আজ শনিবার (০৬ আগস্ট) বাদ আসর উক্ত দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড: রমজান আলী, দৌলতপুর উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাজি আবিদ হাসান মন্টি সরকার, কুষ্টিয়া জেলা ছাত্রদলে আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন, দৌলতপুর অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী বিল্লাল হোসেন, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী আসাদুজ্জামান রুমন, ছাত্রদল নেতা সানাউল হক সাগর মোল্লা, এম এস আহাম্মেদ, স্বাধীন আহাম্মেদ, শান্ত, মিঠন আলী, মভিরুল ইসলাম, ফারুখ হোসেন প্রমূখ।