বগুড়ায় মাহবুব আলী খানের শাহাদৎ বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৫ পিএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১২:৪৩ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
সাবেক নৌ-বাহিনীর প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর, ডা. জুবায়েদা রহমানের পিতা রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৬ আগস্ট) বাদ আছর পরিবারের উদ্যোগে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত কামনায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একে এম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির আহবায়ক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, মাহবুবর রহমান বকুল, কেএক খায়রুল বাশার, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, শহিদ-উন-নবী সালাম, মনিরুজ্জামান মনি, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড জহুরুল ইসলাম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, মোরশেদ মিটন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, এনামুল হক সুমন, রাজু পাইকার, ডা. আশিক ইকবাল মাহমুদ স্বাধীন, জিয়াউল হক লিপন, এনামুল হক নতুন, ময়নুল হক বকুল, শহর শ্রমিকদলের আহবায়ক হুদা, ফার্মার রফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম গফুর, লিটর শেখ বাঘা, আশরাফুজ্জামান প্রবাল, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন আর রশিদ সুজন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সাজ্জাদুজামান সিরাজ জয়, মুক্তিযোদ্ধা প্রজন্মদল বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল আজিজ হিরা, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, এনামুর রশিদ চন্দন, আল-আমিন সরকার, হারুনার রশিদ হিরণ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, রাকিবুল ইসলাম শুভ, আব্দুল গফুর দারা, উজ্জ্বল হোসেন উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, রাকিবুল ইসলাম শুভ, আব্দুল গফুর দারা, উজ্জ্বল হোসেন উপস্থিত ছিলেন।