তাড়াইলে বিএনপির দ্বি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১১ পিএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫২ এএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
দীর্ঘ সময়ের পর কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচন করা হয়েছে নতুন নেতৃত্ব। সম্মেলন শেষে সভাপতি মাজাহারুল ইসলাম মুকল ও আব্দুল কাইয়ুম খান রুমানকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (০৬ আগস্ট) দুপুরে তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন কেয়া সিনেমা হল বালুর মাঠে বিএনপির সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রুহুল হোসাইন।
উদ্বোধক: হাজী মোহাম্মদ ইসরাইল মিয়া সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির, বিশেষ অতিথি নাজমুল আলম, বিশেষ অতিথি, আমিনুল ইসলাম আশফাক, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি, প্রধান বক্তা মোঃ সাইদুজ্জামান মোস্তফা আহবায়ক তাড়াইল উপজেলা বিএনপি ও সাবেক সভাপতি বিএনপি, বিশেষ বক্তা সারোয়ার হোসেন লিটন, আহবায়ক তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপির, সভাপতিত্ব করেন মাজহারুল ইসলাম মুকুল, সঞ্চালনা করেন সামির হোসেন সাকি।
আরো উপস্থিত ছিলেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে সারোয়ার হোসেন লিটন বলেন, দ্রুত সময়ের মধ্য ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সেই অনুযায়ী জেলা নেতৃবৃন্দ যথাসময়ে উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে দ্বি বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে সকলের সামনে সভাপতি মাজাহারুল ইসলাম মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম খান রুমান এর নাম ঘোষণা করা হয়।