ঢাকা জেলা যুবদল এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৪ এএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০১:০৭ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
যৌক্তিক কারণ ছাড়া জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা জেলা যুবদল এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা যুবদল এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর নেতৃত্বে ০৬/০৮/২০২২ইং শনিবার নবীনগর চন্দ্রা মহাসড়কে কবিরপুর বাসস্ট্যান্ডে দুপুর ১ঃ৪০ মিনিটে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ঢাকা জেলা যুবদল এর সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আইয়ুব খান।
এসময় তিনি বলেন, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সাথে শুধুমাত্র এই পণ্যটির মূল্য ওঠানামা করে না, এর সঙ্গে পরিবহন ভাড়া, বিদ্যুৎ, পানি, জ্বালানি ব্যবহার করে উৎপাদিত বিভিন্ন পণ্য এবং সেবার মূল্যও বেড়ে যায়। ফলে সরকার একটি পণ্যের মূল্য বাড়ালেও ভোক্তাকে বহু পণ্যের মূল্য বৃদ্ধির ভার সইতে হয়। যার কারণে মানুষ এখন অতিষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষ এই জালিম সরকারের হাত থেকে মুক্তি চায়।
সরকার সাধারণ মানুষের সাথে যা ইচ্ছে তাই করছে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে এই শেখ হাসিনার সরকার। দেশের মানুষের শান্তির জন্য এই সরকারের পতন ঘটাতে দেশ নায়েক তারেক রহমানের নেতৃত্বে ঢাকা জেলা যুবদল সহ সবাই কে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করার আহবান জানান।