অবিলম্বে জ্বালানী তেল ও পানির বর্ধিত মূল্য প্রত্যাহার করুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৬ এএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৯:১২ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রাম গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে জ্বালানী তেল ও পানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে অদ্য বেলা ১১ ঘটিকার সময় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাসটার্মিনাল হয়ে বহদ্দার হাট চত্ত্বরে এসে শেষ হয়, মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গ্রাহক কল্যাণ পরিষদের সভাপতি এস এম নুরুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বাশার, সহ সভাপতি মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরনবী, সহ সাধারণ সম্পাদক মোঃ বেলাল, মোঃ নেজাম উদ্দীন, অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, মোঃ সাইফুল ইসলাম, আবু তাহের, মোঃ মিজান, মোঃ সোলেমান, মোঃ দিদার, মোঃ রাশেদ, মোঃ তানভীর, মোঃ ইউসুফ, আবদুর রহিম, আবদুল মতিন, আবদুল করিম কোম্পানী, মোঃ বাদশা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ সেলিমসহ নেতৃবৃন্দ।
গ্রাহক কল্যাণ পরিষদের সভাপতি এস এম নুরুল আলম তার বক্তব্যে বলেন, দেশের মানুষ অনাহারে অতি কষ্টে জীবন যাপন করিতেছেন, এরইমধ্যে সরকার অন্যায় ভাবে ওয়াসার পানির বিল ও তেলের মূল্যবৃদ্ধি করে জনদূর্ভোগ বাড়ানোর ব্যবস্থা করেছেন, মানুষের দৈনন্দিন আয়ের থেকে ব্যায় বেশি হওয়ায় অতিকষ্টে জীবন যাপন করছেন, তারই মধ্যে তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে পরিবহন খরচ, মালামাল বহনের উপর মূল্য বৃদ্ধি পাবে। যার প্রভাব সাধারণ মানুষের উপরই পড়বে। সাধারণ মানুষ খেয়েনা খেয়ে দিন যাপন করতেছেন, আমরা চাইনা আমাদের বাংলাদেশ শ্রীলংকার পথে হাটুক।
গ্রাহক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বাশার তার বক্তব্যে বলেন, রাতের অন্ধকারে তেলের মূল্যবৃদ্ধি করেছেন সরকার, দেশের মানুষ সকালে ঘুম থেকে উঠে তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে পত্রিকার মাধ্যমে জানতে পেরে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। শতে ৪১ টাকামূল্য বৃদ্ধি করেছেন, অতিরিক্ত মূল্য বৃদ্ধি কারণে মানুষের জীবন যাপনের উপর প্রভাব পড়বে, যার দায়ভার সাধারণ মানুষ বহন করতে হবে, ইতিমধ্যে পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তেলের মূল্য বৃদ্ধি করায় খাদ্য দ্রব্য সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপরমূল্য বৃদ্ধি পাবে, যাসাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে।
বক্তাগণ তাদের বক্তব্যে আরো বলেন, তেলের মূল্য অতিরিক্ত বৃদ্ধি অমানবিক, যা ইতি পূর্বে বাংলাদেশের জনগণ কখনো দেখেন নাই, আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি অনতিবিলম্বে পানি ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করার, অন্যথায় জনগণ এই বর্ধিত মূল্য মেনে নেবেন না, বর্ধিত মূল্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যহত থাকবে।