সুনামগঞ্জে বন্যা দুর্গতদের পাশে জেলা বিএনপি নেতা আব্দুল লতিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৮ এএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১২:৫২ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি’র সার্বিক ব্যবস্থাপনায় হেল্পিং আদার্স নামের সংগঠনের পক্ষ থেকে ৯ শ বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (০৬ আগস্ট) সকালে মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল পয়েন্টে, দুপুরে কোরবান ইউনিয়নের ব্রাম্মণসাঁও ও রঙ্গারচড় ইউনিয়নের আধাঁরবাজার এলাকায় ৯ শতাধিক বন্যা দুর্গত অসহায়দের মাঝে নগদ অর্থ তুলে দেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ও বিশিষ্ঠ সমাজসেবক, লন্ডন প্রবাসী আব্দুল লতিফ জেপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন, বিশ্বম্ভরপুর শ্রমিকদলের সভাপতি আবুল কালাম, সদর উপজেলা যুবদলনেতা আব্দুল লতিফ ময়না, মোল্লাপাড়া ইফপি’র সাবেক ইউপি সদস্য নুর ইসলাম প্রমুখ।