সকল সংগঠনকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হঠাতে হবে : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৩ পিএম, ৫ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:১৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আজ শুক্রবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে ''জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা'' জাসাস এর উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন জাসাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সাথে নিয়ে এই স্বেরাচারী সরকারকে হঠাতে হবে।
জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন লিয়নের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, সদস্য সোহেল রশিদ, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, জাসাস নেতা নাছির উদ্দীন, কানন বড়ুয়া বিশাল, সাইফুল ইসলাম আদর, গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহনেওয়াজ।
উক্ত কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, জেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ সহ কক্সবাজার জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।