শ্রীপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৮ পিএম, ৫ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:১৪ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু নিজ বাস ভবনে আজ শুক্রবার বিকাল সাড়ে চারটায় সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনা, ভোলায় সমাবেশে পুলিশের অন্যায় ভাবে নির্বিচারে গুলি বর্ষণে স্বেচ্ছাসেবক দলের ও ছাত্রদলের নেতাদের হত্যার প্রতিবাদে উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ, আলোচনা সভা, ভোলায় পুলিশি হামলায় নিহত নেতাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেন শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব মাইদুর রহমান খান সজিবের পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশ, আলেচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিটু, জেলা ওলামাদলের আহ্বায়ক ক্বারী সিরাজুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিএসসি, উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন আকন্দ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম লিটন, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব ফারুক ভুঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, সদস্য সচিব আবু তাহের প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল আলম বেপারী, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন প্রধান, সদস্য সচিব শ্যামল ভুইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত, স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম নয়ন, যুবদলের নেতা রোকনুজ্জামান রুকন, এরশাদ সরকার, মাসুদ রানা, মোশাররফ হোসেন প্রমুখ।
অপরদিকে বিকেল চারটায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাতের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।