ভোলায় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৭ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, ছাত্রদল নেতা এনামুল রশিদ চন্দন, সোহরাব হোসেন বাপ্পি, সাফিনুর রহমান মিল্টন, নিরব, নাদিম, আমিনুর, রবি প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা বলেন জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপি যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে, ঠিক সেই সময়ে ভোলা জেলায় বিএনপির সমাবেশে স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম এবং ছাত্রদল নেতা নূরে আলম কে হত্যা করা হয়েছে। তিনি বলেন বিএনপি গণমানুষের দল। নেতাকর্মীদের হত্যা করে মামলা দিয়ে হামলা করে গণমানুষের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না।