নবাবগঞ্জে সাবেকমন্ত্রী ও বিএনপিনেতা আব্দুল মান্নানের স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৭ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৩৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাবেক মন্ত্রী, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ আসর ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর এলাকার নিজ বাড়িতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর আয়োজন করেন। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫টি এতিমখানা ও মাদ্রাসায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। উপজেলা বিএনপি নেতা মো. আবেদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও প্রয়াত নেতা আব্দুল মান্নানের জামাতা ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম ও আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান, বিএনপি নেতা হারুন- উর-রশিদ ওসমানী তপন মোল্লা, শাহীন খন্দকার, আব্দুল বাতেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় ও কলেজের সাবেক ভিপি আরিফুর রহমান সুজন, কৃষকদলনেতা হুমায়ুন মোল্লা, আশিকুর রহমান মুখ।