ভোলায় পুলিশি হত্যাকান্ডের প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪৩ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম হত্যার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়কে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান।
এসময় জেলা ছাত্রদলের নেতারা বলেন অকারণে গুলি করে আমাদের সহযোদ্ধা ভাইদের হত্যা করা বন্ধ করুন, না হয় আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন করব, ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে, এখন পাল্টা প্রতিশোধ নেয়া হবে বলে নেতারা হুশিয়ারি দেন।
এছাড়াও উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল, সিটি কলেজ ছাত্রদল, রামু উপজেলা ছাত্রদল সহ কক্সবাজার জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।