কেশবপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৫ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:০৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং ভোলায় পুলিশের গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে দলীয় কার্যালয় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা আবু নাঈম।
পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিক, আব্দুল গফুর, শাহ আলম মোড়ল, কবির হোসেন রিপন, তরিকুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু।
কেশবপুর থানা ও পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এছাড়া বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ, সবুজ আরমান, মেহেদী হাসান হিমেল, ফরিদুজ্জামান ফরিদ, ওহিদুর রহমান অন্তু, কৃষ্ণ চ্যাটার্জি, মনিরুল ইসলাম, ফরহাদ হোসেন প্রমূখ।
সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।