ভোলায় নূরে আলম ও আঃ রহিমকে হত্যার প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৩৬ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ভোলায় স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে-আলমকে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা এবং পৌর যুবদল ও ছাত্রদল।
উপজেলা ও পৌর বিএনপির দলিয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক ঘুরে দলিয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রুলু, সাধারন সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মাহাবুবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মুকুল, আসাদুল হক, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নাসিরুদ্দিন বাবু, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ বাবলু, গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বাক্কার, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডলিম, রাকিব রাজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের সদস্য সচিব বকুলসহ উপজেলা, ইউনিয়ন ও তৃনমুলের যুবদল, ছাত্রদলের নেতা কর্মি।
সমাবেশে বক্তারা ‘অবিলম্বে স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম এবং ছাত্রদল নেতা নুরে আলমের হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।