ফরিদগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:১৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণ ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নূরুে আলমকে নির্বিচারে হত্যার প্রতিবাদে পুলিশী ব্যারিকেড ভেঙ্গে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ডে খন্ডে যুবদলের নেতা ও কর্মীরা এসে উপজেলা বিএনপি'র অফিসের সামনে এসে সমবেত হয়। পরে সেখান থেকে উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। এসময় ফরিদগঞ্জ থানা পুলিশ কয়েকবার মিছিলে বাধা প্রদান করলেও যুবদলের নেতাকর্মীরা পুলিশের বাধা প্রদানকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল চালিয়ে নেয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, সদস্য-সচিব আমিন মিয়াজি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ম আহবায়ক আমির হোসেন খান, জাকির হোসেন মোল্লা, মোঃ ফারুক খান, আমজাদ হোসেন শিপন প্রমূখ।