ভোলায় আব্দুর রহিম ও নুরে আলমের হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে যুবদল ও জেলা ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৬ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভোলায় বিএনপি কর্মী আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল পৌরশাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে ছিন্নমুকুল সড়কে পৌর যুবদল মিছিল বের করে পরে পুলিশ মিছিলে বাঁধা দিলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম শিমুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সি. যুগ্ম আহবায়ক নাহিদ হাসান, সদস্য সচিব রাশেদুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক আলিমুল, যুগ্ম আহবায়ক হ্যাভেন, রুবেল আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অপরদিকে ভোলায় পুলিশের গুলিতে আহত হবার ৩দিন পর ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুতে বিক্ষোভ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। দুপুর ১২ টায় আমিন মোক্তার পাড়া থেকে মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন শাওন, যুগ্ম সম্পাদক আবু সাঈদ শিথিল, মজিদা কলেজ শাখা আহবায়ক নাঈম হাসান, জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক মিলন হোসেন সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার মানুষের মুখ বন্ধ করতে চায় এজন্য গণতান্ত্রিক আন্দোলন স্তব্দ করতে ভোলায় শান্তিপূর্ন মিছিলে পুলিশ গুলি চালিয়েছে এবং হত্যায় মেতে উঠেছে।