পাবনার ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:১৯ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
সারাদেশে বিদ্যুৎ এর ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যাবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিবর্ষনে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যা এবং শতশত নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকেল ৪.৩০ টায় রেলগেটস্থ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের মুহুমুহু স্লোগানে রাজপথ কাঁপিয়ে ষ্টেশন রোড বাজার হয়ে মিলপট্টিতে গিয়ে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।
পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে ও একেএম সাজেদুজ্জামান জিতুর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান, সামসুদ্দোহা পিপ্পু, ফিরোজ আহমেদ, আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আনসার আলী, বিএনপি নেতা হাছান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্কাস আলী খান, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম, মহির মন্ডল, সাইদুর রহমান কহি সরদার, আশরাফুল ইসলাম দিপু,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিরোক সরদার, আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান রাজু, মাহমুদ হাসান সোনামণি।