ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা নিহতের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৯ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৪১ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা নিহতের প্রতিবাদে শেরপুরে যুবদল ও ছাত্রদল পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম পুলিশের গুলিতে নিহিত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহমেদের নেতৃত্বে জেলা বিএপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর বাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা যুব দলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব আব্দুল আওয়াল সরকার, শহর যুবদলের যগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব, আবু আছরা রনি প্রমুখ।
এর আগে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।