ভোলায় ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৮ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:১৯ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনা ও ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে অন্যায়ভাবে পুলিশের গুলি বর্ষণে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শহরের জরিনা মিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা মনজুরুল করিম সুমন, আতিকুর রহমান সুমিলসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যে আইনশৃংখলা বাহিনী মানুষের জীবনের নিরাপত্তা দিবে, আজ সেই আইনশৃংখলা বাহিনী সরকারের সন্ত্রাসী বাহিনী হিসেবে পরিনত হয়েছে। পুলিশ ভোলা জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে গুলি চালিয়ে ৬০ জন নেতাকর্মীকে আহত করেছে। তাদেরকে হাসপতালে ভর্তি করা হলে সেখানে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা যান। এই আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্বে যে পরিমান হামলা, মামলা, গুম খুন করেছে যা বিগত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে হয়নি।