ভোলায় ছাত্রদল নেতা নুরে আলমকে পুলিশ কর্তৃক হত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৩ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৫০ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার সভাপতি নুরে আলমকে পুলিশ কর্তৃক নির্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় এ কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইট থেকে বের হয়ে রাজশাহী- ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হোন তারা।
মিছিল শেষে সমাবেশে সদস্য সচিব সামসুদ্দিন চৌধুরী সানিনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, সরকারের মদদপুষ্ট এই রাষ্ট্রযন্ত্র বিরোধীদলের নেতাকর্মীদের দমনপীড়নে ব্যস্ত হয়ে পড়েছে। আমার ভাইকে তারা নির্মম ভাবে হত্যা করেছে। অনতিবিলম্বে দোষী পুলিশদের শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই এই সরকার পতন শুরু হবে।
সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন বলেন, এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ গুন্ডাবাহিনীতে পরিনত হয়েছে। তারা মানুষের নায্য অধিকার আন্দোলন সংগ্রামেও হিংস্র আচরন করছে। পুলিশবাহিনী কে বলব তারা যেন মানুষের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না করে। তা না হলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের অধিকার আদায়ে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে৷
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রাশেদ আলী, যুগ্ম আহবায়ক সর্দার জহুরুল, মেহেদী হাসান খান, শফিকুল ইসলাম, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, জহির শাওন, আব্দুল লতিব সম্রাট, মারুফ হোসেন, এম এ তাহের। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আহবায়ক সদস্য ফারুক হোসেন, নাফিউল ইসলাম জীবন, শেখ নুরুদ্দীন আবীর, জাকির রেদোয়ান প্রমুখ সহ রাবি ছাত্রদল নেতা রাসেল রানা, আবু জুয়েল, কাদিরুল ইসলাম কনিক, ফজলে এলাহি নাহিদ, হাসিবুল হাসান, শাহ মুহাম্মদ কাফি, রাফাত, এ আর রাফি, মতিহার দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল এবং উত্তরের সদস্য সচিব সোহেল রানা সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।