শহীদ নূরে আলম ভাইয়ের রক্ত ছাত্রদল বৃথা যেতে দিবে না : বাকৃবি ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৭ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভোলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ভাইয়ের রক্ত ছাত্রদল বৃথা যেতে দিবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কৃষি বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মোঃ আতিকুর রহমান।
এ সময় তিনি বলেন, গুম-খুন ও হাজার হাজার সাজানো মামলা দিয়ে রাজপথে বিএনপির নেতাকর্মীদের দমন করতে পারেনি স্বৈরাচার সরকার। এখন তারা পুলিশ লেলিয়ে দিয়ে গুলি করে দলীয় নেতাকর্মীদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু শহীদ আলম ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। এই বীর শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এর জবাব দেয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই রাজপথে আছে।
আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুর ০১:৩০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি বিক্ষোভ মিছিল শেষে একথা বলেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষেপ করে বিশ্ববিদ্যালয়ের এক নং গেটে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান এবং সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।