ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫০ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:২১ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানী খাতের অব্যস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম এর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ৩ টায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম (জামির) এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুক্তাদির রহমান, যুগ্ম আহবায়ক বজলুর রহমান, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম পিনো, আহবায়ক সদস্য শিবলু, রুমন, ইমরান, কুষ্টিয়া শহর ছাত্রদলের আহবায়ক সজল ইসলাম, মিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার তুষার, সদস্য সচিব সাব্বির হোসেন, কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মারুফ হাসান পিয়াস, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম জনি, ছাত্রনেতা সজিব, বিল্লাল, স্বাধীন, মভিরুল, শান্ত, সুজন, সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।