নয়াপল্টনে জানাজা সম্পূর্ণ
হাজারো নেতাকর্মীর শ্রদ্ধায় সিক্ত হলেন ছাত্রদল নেতা নুরে আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৩ এএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৪৫ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১টায় অনুষ্ঠিত এই জানাজায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
এর আগে, দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লাশ গ্রহণ করেন।
এরপর লাশবাহী গাড়িতে করে দুপুরে পৌনে ১টায় নয়াপল্টন কার্যালয়ে নিয়ে আসা হয়। জানাজার পরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নয়াপল্টনে লাশ পৌঁছার আগেই কয়েক হাজার নেতাকর্মীর জানাজার জন্য অপেক্ষায় ছিলেন। লাশ আসার পর দুপুর ১টার সময় জানাজা হয়। পরে লাশ নিয়ে দলীয় নেতাকর্মীরা ভোলার উদ্দেশে রওনা দেন। জানাজা পরিচালনা করে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।