নূর আলম হত্যার প্রতিবাদে মিছিল-শ্লোগানে প্রকম্পিত রাতের ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৯ এএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৩৩ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
পুলিশের সাথে সংর্ঘষে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম'সহ দুই নেতা হত্যার প্রতিবাদে ময়মনসিংহে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
গতকাল বুধবার (৩ আগষ্ট) রাত সাড়ে ৭টা থেকে ১০টার পর্যন্ত কমপক্ষে ৫ থেকে ৬টি এলাকায় এই প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ফলে দফায় দফায় অনুষ্ঠিত এসব মিছিলের প্রতিবাদী শ্লোগানে কিছুক্ষণের জন্য প্রকম্পিত হয়ে উঠে রাতের নগরী।
রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাগানবাড়ী এলাকা থেকে মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে মিছিল করে ছাত্রদল। পরে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে বিক্ষোভকারীরা।
এর আগে রাত সাড়ে ৭টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন ও সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের নেতৃত্বে।
এছাড়াও উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আজাহার ও টিটু এবং ছাত্রনেতা রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে নগরীতে।
এদিকে নূর আলম হত্যার প্রতিবাদের এই উত্তাপ উপচে পড়েছে উপজেলা গুলোতেও।
ফলে একই ইস্যুতে জেলার গৌরীপুর পৌর শহরের রাত সাড়ে ৮টার দিকে মশাল মিছিল করেছে উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল।
তবে শান্তিপূর্ণ এসব বিক্ষোভ মিছিলে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাঈমুল করিম লুইন।