আজ ভোলায় আসছে ছাত্রদল সভাপতি নূরে আলমের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ এএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৫৯ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর খবরে ভোলা জেলা ও তার পরিবারজুড়ে চলছে শোকের মাতম।
গত ৩১ জুলাই রবিবার পুলিশের গুলিতে আহত ৪ দিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার বিকাল ৩টায় তিনি ইন্তেকাল করেছেন।
নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মরদেহ ঢাকা বিএনপি নয়াপল্টনের কার্যালয়ের সামনে নামাজে জানাজা শেষে মরদেহ নিয়ে লঞ্চযোগে ভোলার উদ্দেশে রওনা দিয়ে আজ বৃহস্পতিবার ভোরে ভোলায় পৌঁছাবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ও তার স্বজনরা।
প্রথমে মরদেহ রাখা হবে জেলা বিএনপির মহাজনপট্টির কার্যালয়ের সামনে। সেখানে সর্বস্তরের জনতা ও নেতাকর্মীদের দেখার সুযোগ দেয়া হবে। পরে নেয়া হবে তার বাসভবনে, সেখানে তার স্বজনদের কাছে শেষবারের মতো রাখা হবে কিছুক্ষণ। ভোলায় নামাজে জানাজার স্থান ও সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলে জানান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান।
ঢাকা থেকে মরদেহের সাথে সাবেক মন্ত্রী মেজর (অব) হাফিজ, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় যুবদল নেতা নূরুল ইসলাম নয়নসহ অন্য নেতারা থাকবেন।
নূরে আলমের মৃত্যুর খবর ভোলায় পৌঁছালে সর্বস্তরের জনতার মাঝে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার মানুষ, নেতাকর্মী ও শুভাকাক্সক্ষী তার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ নেতাকে হত্যা ও শতাধিক নেতাকর্মীকে আহত করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।