ছাত্রদল নেতা নুরে আলমের জানাজা বৃহস্পতিবার, ছাত্রদলের ২ দিনের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০২ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৪২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার পর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেলা ছাত্রদল নেতা নুরে আলমও আজ মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্নালিল্লাহি... রাজিউন) । ছাত্রদল নেতা নুরে আলমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নয়াপল্টনসহ সারাদেশে বিক্ষোভ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। নয়াপল্টনে সন্ধ্যা ৬টায় জানাজা হওয়ার কথা থাকলেও লাশ ময়নাতদন্ত করার জন্য হস্তান্তর না করায় বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা হবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন। এর আগে আজ সন্ধ্যা ৬টায় তার জানাজা অনুষ্ঠিত হবে এমন খবর পেয়ে নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল নামে। এ সময় আগত নেতা-কর্মীদের সরকার বিরোধী শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। তারা বলতে থাকে ‘আমার ভাইয়ের ওপর গুলি কেন শেখ হাসিনা জবাব চাই, আমার ভাই মরল কেন শেখ হাসিনা জবাব চাই’।
এদিকে ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় সারাদেশেই বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম আজ বুধবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর গ্রীন রোড কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এ তথ্য জানান। ছাত্রদল নেতা জানান, রবিবার (৩১ জুলাই) সংঘর্ষের পর প্রথমে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিউরো সায়ন্স হাসপাতালে পাঠান। রবিবার রাত ৯টার দিকে নিউরো সায়েন্স হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এরপর রাত ১০টার দিকে ওই হাসপাতাল থেকে তাকে গ্রিন রোড কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার (১ আগস্ট) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে কমফোর্ট হাসপাতালে যান।
অন্যদিকে, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম হত্যার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২ (দুই) দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে (ঢাকা মহানগরী ইউনিটসমূহ অন্তর্ভুক্ত নয়, কারণ সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ নূরে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে) ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং একই সাথে ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত সকল স্তরের নেতাকর্মীদের শহীদ নূরে আলমের নামাজে জানাজায় উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
আগামী ৬ আগস্ট শনিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের আহবান জানিয়েছেন।